নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৩ ফেব্রুয়ারী ।। বছরের শুরু থেকেই একের পর এক সড়ক দুর্ঘটনা লেগেই রয়েছে। গত ৬ জানুয়ারী বেলোনিয়ার গৌরাঙ্গ বাজার এলাকায় বাস দুর্ঘটনায় ৬ জন প্রায় হারায় এবং ২৮ জন আহত হয়। বুধবার ফের বাস দুর্ঘটনায় আহত হয় প্রায় ১০-১২ জন। জানা যায়, নাগেরজলাগামী TR01 A 1442 নম্বরের একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ক্ষেতে উল্টে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আহতরা বর্তমানে চিকিৎসাধীন।