দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৪ ফেব্রুয়ারী ।। চিকিৎসা বিজ্ঞানে আধুনিক উদ্ভাবনে ক্যান্সারের মত মরনব্যধিতে আক্রান্ত মানুষদের জীবনের পরিসীমাকে দীর্ঘ করা সম্ভব হয়েছে, সেই ক্ষেত্রে ক্যান্সারের অবস্থানের উপর নির্ভর করেই চলে বাঁচা মড়ার লড়াই। ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রশ্নে গ্রহনীয় বর্জনীয় বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করতে নিরন্তর প্রচার চালানো হচ্ছে কিন্তু কুসংস্কার, অজ্ঞানতা সচেতনতার অভাবে বিশ্বজুড়ে ক্যান্সার ক্রমাগত বেড়ে চলেছে। ত্রিপুরাতে ক্যান্সার আক্রান্তদের সংখ্যা ঊর্ধ্বমুখী। ত্রিপুরা রিজিওনাল ক্যান্সার ইনস্টিটিউট এবং হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা বিশ্ব ক্যান্সার দিবসে গোটা রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যান্সার প্রতিরোধে মানুষকে অমূল্য জীবন রক্ষায় আরো বেশী সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।