দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৪ ফেব্রুয়ারী ।। বন্ধুর পথ পাড়ি দেয়ার দুঃসহ জ্বালার পর্ব হয়তো অনেকেরই স্মৃতিপটে জীবন্ত হয়ে বেঁচে আছে। সময়ের সঙ্গে ত্রিপুরাত দূর্গমত্ত্বের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। তবে ত্রিপুরায় পথের পাঁচালীতে নবতম সংযোজনের প্রবল উৎকণ্ঠার মুখে রাজ্যবাসী। এই রাজ্যে ব্রডগেজ কোনো বিলাসীতা নয় – আপামর জনসাধারনের জন্য আশীর্বাদস্বরূপ। বাধারঘাটে সূর্যোদয় সূর্যাস্তের বর্তমান দৃশ্যে সহজেই অনুমেয় প্রস্তুতি চলেছে ব্রডগেজ বরণের। চিত্রশিল্পিরা বাধারঘাটে রেল স্টেশনের দেয়ালে সাত রঙের মিশ্রনে স্বপ্নের বাস্তবতার কাজে নিমগ্ন। বাধারঘাটে রেল স্টেশনের গেইট তৈরী থেকে শুরু করে তুলির টানের সঙ্গেও ব্রডগেজের বিউটির অন্তরালের সম্পর্ক রয়েছে।