জাতীয় ডেস্ক ।। পশ্চিমবঙ্গে জমি দখলকে কেন্দ্র করে গৃহবধূ খুনের মামলায় তৃণমূল নেতাসহ ১১ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ভারতের একটি আদালত এ রায় দেয়। ২০১৪ সালে পশ্চিমবঙ্গের ঘুঘরোগাছি গ্রামে ২২ বিঘার একটি জমিতে ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করতে গেলে কৃষকরা বাধা দেয়। এ সময় তৃণমূল নেতা লঙ্কেশ্বর ঘোষ তার লোকজন কৃষকদের উপর গুলি ও বোমা ছোড়ে। গুলিতে মারা যান অপর্ণা বাগ নামে এক কৃষক। আহত হন আরও তিনজন। এ ঘটনায় তৃণমূল নেতা লঙ্কেশ্বর ঘোষ ১১ জনকে ফাঁসির সাজা দিয়েছেন আদালত। ভারতে একসঙ্গে ১১ জনকে মৃত্যুদণ্ডের রায় বিরল।