নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ ফেব্রুয়ারী ।। আগামী ২৪শে ফেব্রুয়ারী রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির সাধারন নির্বাচন। প্রার্থী ঘোষণা থেকে প্রচারের প্রশ্নে বরাবরের মত বামফ্রন্ট শুরুতেই টেক্কা দিয়েছে অন্যান্য দল গুলোকে। তুলাশিখ থেকে শুরু করে রাজনগরের রাজপথেও দেখা গেছে বামফ্রন্ট সমর্থকদের বিশাল মিছিল। ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির সাধারন নির্বাচনে তুলাশিখ ও রাজনগরের বাম প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করল।