তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইক্রোব্লগিং সাইট টুইটার ১ লাখ ২৫ হাজারের বেশি আকাউন্ট বন্ধে করে দিয়েছে। সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও পৃষ্ঠপোষকতার কারণে ২০১৫ সালের মাঝামাঝি থেকে এ পর্যন্ত ওই আকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠানটি একটি ব্লগে জানিয়েছে, আইএসের সঙ্গে সম্পর্কিত থাকার জন্য ওই আকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়। টুইটার জানায়, ‘সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার নিন্দা জানায় আমরা।’ এ ধরনের ঘটনার ক্ষেত্রে টুইটার আরও দ্রুত পদক্ষেপ নেবে বলে জানায়। সারা পৃথিবীতে বর্তমানে ৫০ কোটিরও বেশি মানুষ টুইটার ব্যবহার করছে।
টুইটার কর্তৃপক্ষ বলছে, ‘আকাউন্টগুলো বন্ধ করার ফলাফল আমরা ইতোমধ্যে পেতে শুরু করেছি। টুইটার থেকে এ ধরনের কার্যক্রম অন্যত্র সরে যাচ্ছে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সন্ত্রাস ও জঙ্গীবাদী কার্যক্রম বিস্তার হচ্ছে এ ধরণের অভিযোগ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকারগুলো করে আসছে।