ফ্লাইওয়েট বক্সিংয়ের ফাইনালে মেরি কম – এশিয়ান গেমস

mary komইনচিওন ।। এশিয়ান গেমসের একাদশতম দিনে বক্সিংয়ে সোনার আশা জিইয়ে রাখলেন অলিম্পিয়ান বক্সার মেরি কম৷ ভিয়েতনামের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে পৌঁছলেন ফ্লাইওয়েট বক্সিংয়ের ফাইনালে৷ তবে, হতাশ করেছেন ভারতের অন্য দুই বক্সার সরিতা দেবী ও পুজা রানী৷ দু’জনেই হেরেছেন সেমিফাইনালে৷ মিডলওয়েটের সেমিফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বীর কাছে হারেন পুজা রানী৷ সরিতা হারেন কোরিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে৷ ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দু’জনকে৷
অন্যদিকে, ৯৮ সালের পর এশিয়ান গেমস হকিতে ফের সোনা জয়ের সুযোগ ভারতের সামনে৷ এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে পৌঁছল ভারত৷ সেমিফাইনালে ১-০ গোলে হারাল রাঙ্কিং-এ উপরে থাকা কোরিয়াকে৷ ৪৪ মিনিটে ভারতের হয়ে একমাত্র গোল আকাশদীপ সিংহের৷
সৌজন্যে এবিপি নিউজ। 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*