গোপাল সিং, খোয়াই, ০৬ ফেব্রুয়ারী ।। ২০১৬ ভিলেজ কমিটি নির্বাচনে আইপিএফটি’র উপর নির্ভর করে জাতীয় দলগুলি সহ একাধিক আঞ্চলিক দলের মুখ পুড়ল। বিরোধী দলগুলিকে চুনপুটি করে খোয়াই তুলাশিখর ব্লকের ২৩টি এডিসি ভিলেজের ১৩টিতেই বিনা যুদ্ধে জয়ী বামফ্রন্ট। ২৩টি এডিসি ভিলেজের মধ্যে পশ্চিম লক্ষীছড়া, পূর্ব বাচাইবাড়ী, পূর্ব বেহালাবাড়ী, পশ্চিম বাচাইবাড়ী ও তকসাইয়া বাড়ী এই ৫টি ভিলেজের সবক’টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে আইপিএফটি। পূর্ব তকসাইয়াতে সবক’টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে নির্দল। এই ৬টি ওয়ার্ড ছাড়া পশ্চিম রাজনগরে নির্দল প্রার্থী ২টি ওয়ার্ডে, বেহালাবাড়ীতে ও পশ্চিম করঙ্গীছড়াতে আইপিএফটি ৪টি করে প্রার্থী দেয়। শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তুলাশিখর ব্লকের বাদলাবাড়ী, পূর্ব চাম্পাছড়া, পশ্চিম চাম্পাছড়া, শিকারিবাড়ী, বনবাজার, আশারামবাড়ী, পূর্ব সিঙ্গিছড়া ও বিদ্যাবিল এই ১৩টি এডিসি ভিলেজে বিরোধীরা একটি ওয়ার্ডেও কোন প্রার্থী দিতে না পারায় বামফ্রন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়।