আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর || টিটিডিসির উদ্যোগে বায়ার সেলার মিট অনুষ্ঠিত হল শুক্রবার। রাজ্যের টি অকশন সেন্টারকে কার্যকরী করে তোলার লক্ষ্যে শুক্রবার রাজ্যে প্রথমবারের মতো এই বায়ার সেলার মিট অনুষ্ঠিত হয়। রাজধানীর একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই মিটে উপস্তিত ছিলেন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, দপ্তরের সচিব সহ অন্যারা।