ব্লাড ব্যাঙ্ক গুলোতে রক্ত শুন্যতা কাটাতে যুবমোর্চার উদ্যোগে রক্তদান শিবির

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৬ মার্চ || রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলোতে রক্ত শুন্যতা কাটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রক্তদানে সকলকে এগিয়ে আসার জন্য আহব্যন রেখেছেন। মুখ্যমন্ত্রীর আহব্যনে সাড়া দিয়ে রবিবার তেলিয়ামুড়া বিজেপি মণ্ডল অফিসে যুবমোর্চার পক্ষ থেকে এক মেগা রক্তদান Continue reading