নয়াদিল্লি, ০২ নভেম্বর ।। বিদেশী ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা দেশে ফিরিয়ে আনা হবেই। দেশে কালো টাকা ফেরাতে সঠিক পথেই এগোচ্ছে কেন্দ্র। আজ দেশবাসীর উদ্দেশ্য রেডিও বার্তায় একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশকে পরিষ্কার রাখার জন্য স্বচ্ছ ভারত অভিযান জন আন্দোলনের রূপ নিয়েছে। দেশ জুড়েই মিলেছে ব্যাপক সাড়া। দেশকে পরিষ্কার রাখতে তত্পর হয়ে উঠেছে ছোটরাও। রেডিও-এ “মন কী বাত’-এ আজ একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় বেতার বার্তায় রবিবার তিনি বলেন, “” গরিরের টাকার সব পয়সা ফিরিয়ে আনা হবে। ” মন কী বাত অনুষ্ঠানে মোদী জানিয়েছেন, “”মোট কত টাকা বিদেশে গিয়েছে, তা আমরা জানি না।” তিনি আরও বলেন , “” আগের সরকারো জানত না, আমরাও জানি না কত টাকাবিদেশে গিয়েছে। তবে কথা দিচ্ছি প্রটিটা টাকা ফেরৎ আনবই।”