আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর ৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সাক্ষাৎ করলেন অলিম্পিয়ার্ড জিমন্যাস্ট দীপা কর্মকার। সোমবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী ও বাবা দোলাল কর্মকারকে সঙ্গে নিয়ে সাক্ষাৎকার করেন দীপা। সম্প্রতি দীপার সাফল্য ও এজন্য তাকে কতটা চড়াই উতরাই পার হতে হয়েছে তা নিয়ে ‘দীপা কর্মকার দ্যা স্মল ওয়ান্ডার’ নামে ইংরেজিতে একটি বই প্রকাশিত হয়েছে। ‘দীপা কর্মকার দ্যা স্মল ওয়ান্ডার’ ইংরেজি ভাষায় এই বইটি তিনজনে মিলে লিখেছেন। এরা হলেন তার কোচ বিশ্বেশ্বর নন্দী, দিক বিজয় সিং দেও এবং বিমল মহান। দীপাকে নিয়ে লেখা এই বইটি মুখ্যমন্ত্রী হাতে তোলে দেন দীপা। মুখ্যমন্ত্রী দীপার এই সাফল্যের জন্য তাঁর পরিবার ও তাঁর কোচকে অভিনন্দন জানান এবং আগামীদিনে দীপার আরো সাফল্য কামনা করেন।