আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর || ২০২২ সালে টেট পরীক্ষা পাশ করা ছাত্র-ছাত্রীরা রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বাড়ির সামনে রাস্তা ঘেরাও করে। তারা জানান, ২০২২ সালে টেট পরীক্ষা পাশ করার পর দু’বছর হলেও এখনো পর্যন্ত কেনো নিয়োগ করা হচ্ছে না। তাদের দাবি অতিসত্বর তাদের নিয়োগ করার জন্য৷ পরে পুলিশ এসে ২০২২ সালে টেট পরীক্ষা পাশ করা আন্দোলনরত ছাত্র ছাত্রীদের গ্রেপ্তার করে নিয়ে যায়।