আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর ৷৷ হাসপাতালে চিকিৎসাধীন টি এস আর জওয়ানদের দেখতে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধীদলনেতা মানিক সরকার। বুধবার দুপুরে জি বি হাসপাতালে দুর্ঘটনায় আহত টি এস আর জওয়ানদের দেখতে যান তিনি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন চার জওয়ানের সঙ্গে কথা বলেন। পাশাপাশি অন্যান্য রোগী ও তাদের আত্মীয় স্বজনদের সঙ্গেও কথা বলেন।
উল্লেখ্য, সোমবার রাতে বড়মুড়া পাহাড়ের রাস্তায় বাক নিতে গিয়ে খাদে পড়ে যায় টি এস আর ৮ নং ব্যাটেলিয়নের একটি বাস। এতে প্রায় ২৯ জন টি এস আর জওয়ান আহত হয়। এই টি এস আর-র টিমটি মিজোরামে ভোটের নিরাপত্তা দিতে যাচ্ছিলো বলে জানা যায়।