বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ জানুয়ারি ৷৷ যান দুর্ঘটনা এরাতে মাঠে এবার নেমেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিবহন দপ্তর। শান্তিরবাজার অবস্থিত দক্ষিণ ত্রিপুরা জেলার পরিবহন দপ্তরের ডি টি ও প্রদীপ সরকার, এম বি আই সুকান্ত দেব ও শান্তিরবাজার থানার যৌথ উদ্দ্যোগে দুর্ঘটনা এরাতে শান্তিরবাজারের জাতীয় সড়কে গাড়ী ও বাইকের বৈধ কাগজপত্র ও ওভারলোড চেক করেছে পরিবহন দপ্তর। রাজ্যে প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আর সেই যান দুর্ঘটনায় যদি কোনো বেক্তি মারা যায় গাড়ী বা বাইকের বৈধ কাগজপত্র না থাকলে মৃত লোকের পরিবার কোনো প্রকার ক্ষতিপূরন পায় না। তাই দুর্ঘটনা এরাতে দক্ষিণ জেলার পরিবহন দপ্তরের উদ্দ্যোগে এই ধরনের অভিযান চালানো হয়। দক্ষিণ জেলার পরিবহন দপ্তরের এম বি আই সুকান্ত দেব জানান, আগামী দিনেও উনাদের এই ধরনের অভিযান জারি থাকবে। অপরদিকে শান্তিরবাজারে দুর্ঘটনা এরাতে ট্রাইজংশন এলাকায় বসানো হয়েছে ডিজিটাল সিগনাল লাইট। এই সিগনালগুলি মেনে চললে দুর্ঘটনা কিছু কমবে বলে দাবি করেন পুলিশ মহল। অপরদিকে শান্তিরবাজারের লোকজনদের দাবি এমন ধরনের সিগনাল লাইট শান্তিরবাজারের বগাফা রোড এলাকায়, দক্ষিণ বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় ও শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এমন ধরনের ডিজিটাল সিগনাল লাইট বসানোর দাবি করেছে শান্তিরবাজারের অভিজ্ঞ মহল।