১৪ ডিসেম্বর ।। আম্পায়ারের সাথে বিতর্কে জড়িয়ে জরিমান গুনতে হচ্ছে সাবেক লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ষষ্ট ম্যাচে ব্যাটিং পাওয়ার প্লে নেওয়া নিয়ে আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ান তিনি।
ফলে ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেওয়া হয়।
আইসিসির খেলোয়াড় আচরণবিধি ২.১.৩ ধারা ভেঙেছেন সাঙ্গাকারা। এই অপরাধে সাধারণত ম্যাচ ফির অন্তত ৫০ শতাংশ কেটে নেওয়া হয়। কিন্তু সাঙ্গাকারার অতীত রেকর্ড বিবেচনায় তার কাটা হয়েছে ৩০ শতাংশ।
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে শ্রীলঙ্কা সাত ম্যাচের সিরিজ খেলছে। এই সিরিজে প্রথম ছয় ম্যাচের চারটি জিতে সিরিজ জিতে গেছে স্বাগতিকর। সর্বশেষ ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করেছেন সাঙ্গাকারা।