গণমুক্তি পরিষদের মিছিলকে আক্রমণের অভিযোগে গ্রেপ্তার দুই

vlcsnap-error120বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ অক্টোবর ৷। শান্তির বাজার মহকুমার অন্তর্গত পতিছড়ী ড্রপগেইট এলাকায় গত মাসের ২৭ তারিখ গণমুক্তি পরিষদের মিছিলকে কেন্দ্র করে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। এই মিছিলে আগত লোকজন বিজেপি সমর্থীত কর্মীদের উপর আক্রমন করেছে বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে বিজেপি সমর্থীত কর্মীদের উদ্দ্যোগে শান্তির বাজার থানায় এক লিখিত মামলা দায়ের করা হয়। এই অভিযোগের ভিত্তিতে পতিছড়ী ড্রপগেইটের উত্তর তাকমা এলাকাথেকে বিমল নোয়াতিয়া ও বিকাশ দাস নামে দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করলো শান্তির বাজার থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ১৪৭/১৪৮/৪২৫/৪২৭/১৮৮ আইপিসি এক্টে মামলা গ্রহন করেছে পুলিশ। এই ঘটনার বিবরন জানাতে গিয়ে কেইসের দায়িত্বে থাকা অফিসার জানান, এই ঘটনায় ১০০ জনের অধিকের নামে মামলা হয়েছে। ঘটনার তদন্তকরে পুলিশ প্রকৃত দোষীদের আটক করবে বলে জানান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*