বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৮ ফেব্রুয়ারী || রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার মহিলাদের সশক্তিকরণে বিশেষ প্রাধান্য দিয়েছে। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার মহিলাদের সশক্তিকরনে কি কি পরিকল্পনা হাতে নিয়েছে ও কি কি পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে তা নিয়ে আলোচনার জন্য রবিবার পূর্ব চড়কবাই গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় মাতৃবন্ধন কর্মসূচী। এই কর্মসূচীতে পূর্ব চড়কবাই গ্রাম পঞ্চায়েতের স্ব-সহায়ক দলের সদস্যদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এদিন এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের এগ্রিস্টেন্ডিং কমিটির সভাপতি বিকাশ বৈদ্য। প্রধান বক্তার পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, পঞ্চায়েত প্রধান গনরাজ পাল, বিশিষ্ট সমাজসেবী তমাল বৈদ্য, বিশিষ্ট সমাজসেবী মনিন্দ্র বিশ্বাস সহ অন্যান্যরা। এই আলোচনাসভায় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার মহিলাদের সশক্তিকরনে কি কি কাজ করেছেন তা জনসন্মুখে তুলে ধরেন উপস্থিত অতিথিবৃন্দরা। এদিন অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।