আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর || সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন করেন ইন্দ্রনগরস্থিত জুয়েল এন্টারপ্রাইজ। রবিবার জুয়েল এন্টারপ্রাইজের ৩৮’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
রক্তদান শিবিরের উদ্বোধন করে জুয়েল এন্টারপ্রাইজ ব্যবসার বাইরে গিয়ে রক্ত দানের মতো মহতি উদ্যোগ গ্রহণ করায় তাদের অসংখ্য ধন্যবাদ জানান মেয়র।
এদিনের অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন জুয়েল এন্টারপ্রাইজের কর্ণধার খলিল মিঞা, আগরতলা পুর নিগমের ১১নং ও ১৩নং ওয়ার্ডের কর্পোরেটের হিরালাল দেবনাথ এবং প্রদীপ চন্দ।