স্বাস্থ্য ও সচেতনতা ডেস্ক ।। স্তন ক্যান্সার হলে ক্যান্সারের কোষগুলো বংশবৃদ্ধির জন্য দেহে হাড়ের কাঠামোও নিপুণতার সাথে বদলে ফেলতে পারে। আর এর মাধ্যমে স্তন ক্যান্সারের কোষ ছড়িয়ে পড়ে হাড়েও।
সম্প্রতি নতুন এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য।
ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, স্তন ক্যান্সারের কারণে সৃষ্ট টিউমার বা মাংসপিণ্ডগুলো নিজেদের বংশবিস্তারে হাড়কে ক্যান্সার কোষ ‘চাষের ক্ষেত্র’ হিসেবে বেশ কার্যকরভাবেই ব্যবহার করে।
বিজ্ঞানধর্মী সাময়িকী নেচারে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, ক্যান্সার আক্রান্ত মাংসপিণ্ডের ক্ষতিকর প্রভাব থেকে হাড়কে বাঁচানো সম্ভব হতে পারে এবং এটি সম্ভব হলে স্তন ক্যান্সারের ছড়িয়ে পড়াও প্রতিরোধ করা সম্ভব হবে।
ক্যান্সার সংশ্লিষ্ট দাতব্য একটি সংস্থা জানিয়েছে, এই গবেষণার মাধ্যমে ক্যান্সার নিয়ে গবেষণার সম্পূর্ণ নতুন একটি দিগন্ত উন্মোচন হলো।
স্তন ক্যান্সারে আক্রান্ত ৮৫ শতাংশ রোগীর ক্ষেত্রেই দেখা গেছে যে দেহে ক্যান্সার কোষের ছড়িয়ে পড়া শেষ হয় হাড়ে গিয়ে। তখন রোগটির চিকিৎসা অনেক বেশি কঠিন হয়ে পড়ে এবং মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে যায়।