আন্তর্জাতিক ডেস্ক ।। বিয়ে করে দাদার মতো সংসারী হতে চান প্রিন্স হ্যারি। প্রিন্স উইলিয়ামের মতো নিজের সন্তানের পিতা হওয়ার আকাঙ্ক্ষা খোলসা করলেন ব্রিটেনের রাজপুত্র প্রিন্স হ্যারি।
মনের মতো জীবনসঙ্গিনী পেলে খুব তাড়াতাড়ি সংসার শুরু করতে চান তিনি। ব্রিটেনের রাজ-সিংহাসনের পঞ্চম দাবিদার হ্যারি দীর্ঘ দশ বছর সামরিক বাহিনীতে নিযুক্ত থাকার পর সম্প্রতি অবসর নিয়েছেন।
এ মুহূর্তে নিউজিল্যান্ডে ছুটি কাটাচ্ছেন তিনি। তার মনে হয়েছে, জীবন-পথের সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়ে রয়েছেন। কয়েকদিন আগেই হ্যারির দাদা প্রিন্স উইলিয়াম কন্যা-সন্তান শার্লোটের পিতা হয়েছেন।
এরপর যে তার মধ্যেও সংসার-স্বামী-পিতা হওয়ার আকাঙ্ক্ষা বেড়ে গেছে তা মেনে নেন হ্যারি। বলেন, অবশ্যই আমি আমার সন্তানের জনক হতে চাই। কিন্তু এর জন্য নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়েই যেতে হবে।
হ্যারির স্বীকারোক্তি, যদি কেউ এমন থাকতো, যদি কারো সঙ্গে জীবনের সুখ-দুঃখ ভাগ করতে পারতাম তাহলে ভালো হতো।
বস্তুত গত বছরই বান্ধবী ক্রেসিডা বোনাসের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় ৩০ বছর বয়সী হ্যারির।