বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ৩০ অক্টোবর || শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর পিলাক পার্কিং জোনে মা মহেশ্বরী কালী মন্দিরে প্রত্যেকবছর বড় আকারে মেলার মাধ্যমে পূজা হয়ে থালে। এইবছরও দীপাবলীকে কেন্দ্র করে পূজা কমিটির উদ্দ্যোগে ১৫’তম দীপাবলী উৎসবের আয়োজন করা হয়। বৃহস্পতীবার এই মেলার শুভসূচনা করবেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের জনপ্রীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। দুইদিন ব্যাপী চলবে এই মেলা।
পূজা ও মেলা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতে গিয়ে পূজা কমিটির সভাপতি তমাল বৈদ্য জানান, মেলায় আগত দোকানদারদের থেকে কোনোপ্রকার অর্থ আদায় করেনা পূজা কমিটি। পূজা কমিটির পক্ষ থেকে দোকানদারদের বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া হয়। পিলাক পার্কিং জোনে আয়োজিত দীপাবলী উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কর্মসূচী হাতে নেওয়া হয় বলে জানান সভাপতি তমাল বৈদ্য।