বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৯ অক্টোবর || একগুচ্ছ কর্মসূচী নিয়ে মঙ্গলবার শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে ‘দেবদীপ’ এর উদ্দ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘দেবদীপ’ এর উদ্দ্যোগে আয়োজিত এই কর্মসূচীগুলির মধ্যে রয়েছে দেবদীপের শারদ সংখ্যার মলাট উন্মোচন, বন্যায় দূর্গতদের মাঝে কম্বল বিতরণ, কবি সন্মেলন ও একদিনের বইমেলা। এইসকল কর্মসূচী নিয়ে আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত কবিরা ছিলেন দীপক দাস, অভিক কুমার দে, রবীন্দ্র কুমার দত্ত, অশোকানন্দ রায় বর্ধন, বিভুলাল চক্রবর্তী, কৃষ্ণ কুসুম পাল। কবিদের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমাশাসক মনোজ কুমার সাহা। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালের ছাত্র ছাত্রীদের লেখা প্রকাশের মাধ্যমে ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।
দেবদীপের উদ্দ্যোগে এই অনুষ্ঠানের মধ্যদিয়ে সমগ্র দক্ষিন ত্রিপুরা জেলা থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মধ্যে ১০০ পরিবারের লোকজনদের বাছাই করে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা দেবদীপের এই ধরনের উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। দেবদীপ এর মূল লক্ষ্য ও উদ্দ্যোশ্যে সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন দেবদীপ সাহিত্য পত্রিকার সম্পাদক অনামিকা লষ্কর।