আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর || রাত পোহালেই আলোর উৎসব দীপাবলি। আর এই দীপাবলিকে কেন্দ্র করে সেজে উঠছে গোটা দেশ। এর থেকে বাদ যায়নি আমাদের ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরাও। রাজ্যের বিভিন্ন ক্লাব উদ্যোক্তা থেকে শুরু করে পূজো উদ্যোক্তা সবাই বর্তমানে শ্যামা বন্দনায় ব্রতী হয়েছে।
অন্যান্য বছরের ন্যায় এবারও আগরতলা উত্তর বাধারঘাটস্থিত উন্নয়ন সংঘও দীপাবলির কালী পূজোতে ব্রতী হয়েছে। বুধবার ভূত চতুর্দশীতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে দর্শনার্থীদের জন্য পূজো প্যান্ডেল উন্মুক্ত করেছে উন্নয়ন সংঘ ক্লাব। এদিন সন্ধ্যায় এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা উত্তর বাধারঘাটস্থিত উন্নয়ন সংঘের পূজো মন্ডপের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের ৪০নং ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার চৌধূরী, রাজ্য পুলিশের প্রাক্তন মহানীর্সদেশ বি কে রায়, ককশশমাজ সেবক জয়ন্ত চৌধূরী, উন্নয়ন সংঘের সভাপতি প্রণব সাহা, সম্পাদক পার্থ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত ধরে এলাকার দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
উন্নয়ন সংঘের সম্পাদক পার্থ সরকার জানান, এবার পূজোর পাশাপাশি বিভিন্ন সমাজসেবকমূলক কাজ হাতে নিয়েছে ক্লাব কতৃপক্ষ। পাশাপাশি শনিবার সমাজের কিছু তৃতীয় লিঙ্গের বোনেদের সংবর্ধনা প্রদান করা হবে।