আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর || দীপাবলির উপহার হিসেবে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার সন্ধ্যায় মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন মন্ত্রী বলেন, ১ শতাংশ মহার্ঘ ভাতা দিতে রাজ্য সরকারের ১০০ কোটি টাকা ব্যয় হয়। সেই মোতাবেক ৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানে রাজ্য সরকারের ৫০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। যা পুরোটাই রাজ্য সরকারের কোষাগার থেকে খরচ হবে। আগামী ১লা নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তিনি বলেন, ৫ শতাংশ মহার্ঘ ভাতার সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্যের মহার্ঘ ভাতায় ২৩ শতাংশ ফারাক থাকবে।