তারায় তারায় ডেস্ক ।। ম্যাগি নুডুলসের বিজ্ঞাপন করে আগেই বিতর্কে জড়িয়েছেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত। এবার তার নামের পাশে জড়ালো বিগ বি অমিতাভ বচ্চন এবং অভিনেত্রী প্রীতি জিন্তার নামও।
ম্যাগি নুডলসের বিজ্ঞাপনে কাজ করার জন্য এ তিন তারকার বিরুদ্ধে বরাবাঁকির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করলেন স্থানীয় এক আইনজীবী।
শুধু তাই নয়, ম্যাগির প্রস্তুতকারী সংস্থা নেসলে-সহ ছয়জন কর্মকর্তার বিরুদ্ধেও বরাবাঁকির অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেছে উত্তর প্রদেশের খাদ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত দফতর ‘ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফএসডিএ)।
গত বছরের মার্চ মাসে তৈরি ম্যাগি ইনস্ট্যান্ট নুডুলসের একটি ব্যাচ দেশের বাজার থেকে তুলে নেয়ার নির্দেশ দেয় উত্তর প্রদেশের খাদ্যের মান নিয়ন্ত্রক সংক্রান্ত দফতর এফএসডিএ।
তাদের দাবি, নেসলের তৈরি ওই ব্যাচের নুডুলসে মাত্রাতিরিক্ত সীসা এবং অতিরিক্ত মাত্রার মোনোসোডিয়া ও গ্লুটামেট পাওয়া গেছে। সেই কারণেই বাজার থেকে তা তুলে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে, একই ঘটনায় মাধুরীকে আইনি নোটিশ পাঠিয়েছিল হরিদ্বারের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এদিকে মাধুরীর সাথে এবার অমিতাভ ও প্রীতির নাম ওঠায় পুরো বলিউডজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।