আন্তর্জাতিক ডেস্ক ।। ঢাকায় সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবাইয়ের জন্য তাঁতের বোনা জামদানি শাড়ি ও চাদর উপহার দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এছাড়া মোদীকে উপহার দিয়েছেন পাঞ্জাবি ও কোটি। বিএনপি নেতারা জানান, শনিবার রাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনে এসব উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
গত বছরের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মোদীর মায়ের জন্য শাড়ি উপহার পাঠিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় মোদী তখন টুইটারে লিখেছিলেন, “নওয়াজ শরিফজী আমার মায়ের জন্য সাদা রঙের একটি শাড়ি পাঠিয়েছেন। আমি সত্যিই তার প্রতি কৃতজ্ঞ। এই উপহার আমি শিগগরিই মায়ের কাছে পাঠিয়ে দেব।”