প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন ১০০ কোটি মানুষ

fbতথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। ইন্টারনেট ব্যবহার করেন অথচ ফেসবুকে ঢুঁ মারেন না, এমন মানুষের সংখ্যা যে বেশি নয়, খোলাচোখেই দেখা যায়। কিন্তু ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাটা যে আসলেই কী হারে বাড়ছে, সম্প্রতি তার হিসাব শুনে অনেকেরই চোখ কপালে উঠেছে।
পৃথিবীতেেএ মুহূর্তে প্রতিদিন ফেসবুক ব্যবহার করছেন ১ বিলিয়ন বা ১০০ কোটি মানুষ! বৃহস্পতিবার খোদ মার্ক জুকারবার্গ তার ফেসবুকের একটি পোস্টে এ কথা জানিয়েছেন। তিনি পোস্টে উল্লেখ করেন, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা মাইলফলক স্পর্শ করেছি। এই প্রথম আমরা ১ বিলিয়ন ব্যবহারকারীর সংখ্যা অতিক্রম করেছি। পৃথিবীর মোট জনসংখ্যার প্রতি ৭ জনের ১ জন এখন ফেসবুক ব্যবহার করছেন। ফেসবুক যাত্রা শুরু করে ২০০৪ সালে। এরপর ব্যবহারকারীর সংখ্যা ২০১২ সালের অক্টোবর মাসে ১ বিলিয়ন বা ১০০ কোটি অতিক্রম করে। এখন প্রতি মাসে একবার হলেও ফেসবুকে লগইন করে ১.৫ বিলিয়ন বা ১৫০ কোটি মানুষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*