দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২১ অক্টোবর ।। আজ পবিত্র মহাষ্টমী। পঞ্জিকা মতে নানা আয়োজন উপাচারে হয়েছে মহাষ্টমীর পূজো। বিভিন্ন প্যান্ডেলে আর বাড়ী ঘরে অষ্টমীতে ভক্তকুল চিন্ময়ী মায়ের শ্রী পাদ পদ্মে পুস্পাঞ্জলীতে অঞ্জলি দিয়েছেন। যুগ পাল্টে গেলেও পরম্পরা, লৌকিক আচার নিষ্ঠাতে মহাষ্টমীর মাতৃ অর্চনার ছবিতে কোনো পরিবর্তন হয়নি। শহরের সুদৃশ্য পুজো মন্ডপ দেখতে প্রবীণদের দেখা গেছে দিনেই মায়ের দর্শনে পূণ্য অর্জনে বেরিয়ে পরেছেন । নতুন বস্ত্রে আনন্দ উচ্ছাসে রাত্রিবেলায় আগরতলা আবার সেই পুরনো চাহারায় – মানুষের ভীড়ে কল্লোলিত রাজধানী।