বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ মে ৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া বাজারে সি পি আই (এম) বাইখোড়া অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্র ভিত্তিক গাড়ী জাঠা। অনুষ্ঠানের শুভ সূচনা করেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ কর। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচীর তীব্র নিন্দা করেন। বক্তব্য শেষে বাইখোড়া থেকে কলসিরমুখ পর্যন্ত এক বাইক র্যা লি করা হয়।