আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই || আজ এক গর্বের দিন। ২০১৩ সালের ১০ই জুলাই যে পথচলার সূচনা হয়েছিল—আজ তার ১২ বছর পূর্ণ হলো। গুটি গুটি পায়ে এগিয়ে চলা সেই ছোট্ট প্রয়াসটি আজ ত্রিপুরার সংবাদমাধ্যম জগতে একটি প্রতিষ্ঠিত নাম—”নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”। বাংলা ভাষায় রাজ্যের প্রথম ব্যতিক্রমধর্মী ওয়েব মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে এই সংবাদ মাধ্যম, যা আজ ১৩ বছরে পদার্পণ করেছে পাঠকের অফুরান ভালোবাসা আর বিশ্বাসকে সম্বল করে।
এই দীর্ঘ যাত্রাপথে ছিলো অনেক চ্যালেঞ্জ, অনেক অভিজ্ঞতা, আর ছিলো অগণিত পাঠকের অকুণ্ঠ সমর্থন। আজও স্পষ্ট মনে পড়ে সেই প্রথম দিনের উদ্দীপনা, উত্তেজনা আর স্বপ্নে ভরা চোখের দৃষ্টি।
২০২২ সালে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের স্বীকৃতি আমাদের কর্মপথে এক নতুন মাত্রা যোগ করে। রাজ্য সরকার ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’-কে বি ক্যাটাগরির ওয়েব মিডিয়া হিসেবে অন্তর্ভুক্ত করে আনুষ্ঠানিকভাবে আমাদের কাজের মূল্যায়ন করে, যা আমাদের জন্য ছিল এক বিশাল প্রাপ্তি এবং দায়িত্বের ভার।
এই ১২ বছরে আমরা চেষ্টা করেছি সংবাদকে নির্ভীক, নিরপেক্ষ এবং দ্রুততার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে। রাজ্যের প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ—সবখানেই ছিল আমাদের সতর্ক দৃষ্টি।
আমাদের এই যাত্রা শুধু আমাদের একার নয়—এটি প্রতিটি পাঠক, শুভানুধ্যায়ী, সমালোচক এবং শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত প্রয়াসের ফল। তাই আজকের দিনে আমরা কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, যাঁদের ভালোবাসা, উৎসাহ এবং পাশে থাকার অঙ্গীকারেই আমরা এইখানে পৌঁছাতে পেরেছি।
আগামী দিনগুলোতেও আপনাদের আস্থা ও ভালোবাসা নিয়ে আরও এগিয়ে যেতে চাই—সত্য, স্পষ্টতা ও সাহসিকতার পথে।
– “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
