আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ৷৷ ফের শিশু পাচারকারী সন্দেহে গণধোলাই খেল এক যুবক। ঘটনা রাজধানীর বড়দোয়ালী স্কুল সংলগ্ন এলাকায়। জানা যায়, হঠাৎ গুজব ছড়ায় যে শুক্রবার দুপুরে বড়দোয়ালী স্কুল থেকে ছাত্র চুরি করতে এসেছেন অঞ্জন দে নামে এক যুবক। সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ জড়ো হয়ে তাকে ধরে গণধোলাই দেয়। এ সময় উত্তেজিত জনতা তার মোটরসাইকেলটি আগুন দেয়। খবর পেয়ে এডি নগর থানা পুলিশ ও অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে যুবকটিকে থানায় নিয়ে আসেন।