আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর ৷৷ ভারত ও বাংলাদেশের সীমানায় মহারাজা বীর বিক্রম মাণিক্য কিশোর বিমানবন্দর গড়ে উঠতে পারে। বিশ্বমানের আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আগরতলা বিমানবন্দরের একটি টার্মিনাল ভবন বাংলাদেশের সীমানায় তৈরী করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, বাংলাদেশের দিকে একটি টার্মিনাল ভবন নির্মাণ করলে বাংলাদেশের যাত্রীরা সরাসরি বিমানবন্দরে প্রবেশ করে কোলকাতা, গৌহাটি সহ ভারতের অন্য রাজ্যে চলে যেতে পারবেন। তখন তাদের আখাওড়া চেক পোষ্ট দিয়ে এসে মহারাজা বীর বিক্রম মাণিক্য কিশোর বিমানবন্দর (আগরতলা বিমানবন্দর) হয়ে ভারতের অন্য রাজ্যে যেতে হবেনা,তারা সরাসরি বাংলাদেশের দিক থেকে এই টার্মিনাল ভবন হয়েই যেতে পারবেন। এতে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়, কুমিল্লা, চাঁদপুর এবং লাকসাম চার জেলার মানুষের সুবিধা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এতে উভয়দেশেই লাভ হবে বলেও জানান তিনি। মূখ্যমন্ত্রী বলেন, এই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার একটি প্রস্তাব বানিয়ে ভারত সরকারের কাছে পাঠাবে। এরপর উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করে উভয় দেশের নিয়ম কানুন মেনে সিদ্ধান্ত নেওয়া হবে।