আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর ৷৷ ২৯ সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক দিবস। গত বছর এই দিনেই পাকিস্থানের বুকে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল। সার্জিক্যাল স্ট্রাইকের বর্ষপূর্তি উপলক্ষে এদিন আগরতলার আসাম রাইফেলস পাবলিক স্কুল মাঠে আসাম রাইফেলসের ২১ নং সেক্টর শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, অস্ত্রপ্রদর্শনী এবং বড় পর্দায় পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের সময়ের ধারণকৃত ভিডিওচিত্র প্রদর্শনীর আয়োজন করে। অস্ত্রপ্রদর্শনীতে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্র, কামান, গ্রেনেড, শেল, মর্টার ইত্যাদি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক মহাত্মা সন্দীপ এন, পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং এবং আসাম রাইফেলসের ২১ নং সেক্টরের ব্রিগেডিয়ার অশ্বিনী নায়ার প্রমুখ।