আপডেট প্রতিনিধি, খোয়াই, ২৮ জানুয়ারি ৷৷ মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো এক বাইক চালক। জানা যায়, সোমবার সন্ধ্যায় খোয়াই থানা এলাকার সোনাতলা বাজারের নিকট টি আর ০৬ এ ৯০৪৪ নম্বরের একটি বাইক পথ দুর্ঘটনায় পরে ঘটনাস্থলেই প্রাণ হারায় বাইকের চালক প্রদীপ তাঁতি (২৭)। দুর্ঘটনায় প্রদীপ তাঁতির মাথা থেতলে যায়। এলাকাবাসী দাবী মুখোমুখি কোনো গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ এসে মৃতদেহ খোয়াই জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় সোনাতলা এলাকায় শোকের ছায়া নেমে আসে।