বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ অক্টোবর ৷। ওবিসি মোর্চার উদ্দ্যোগে শান্তির বাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় দক্ষিন জেলা ভিত্তিক কার্য্যকারিনী বৈঠক। ভরতীয় জনতা পার্টি ও বি সি মোর্চার উদ্দ্যোগে রবিবার কার্য্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক ছিলো দক্ষিন জেলা ভিত্তিক। বৈঠকের পূর্বে দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ভারতীয় জনতা ও বি সি মোর্চার দক্ষিন জেলার সভাপিত দুলাল দেবনাথ। পরবর্তী সময় হল ঘরে প্রদীপ প্রজ্বলন, পুস্পার্ঘ অর্পণ ও রাষ্ট্রীয় সঙ্গীতের মধ্যদিয়ে কার্য্যকারিনী বৈঠকের শুভারম্ভ হয়। ও বি সি মোর্চা কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বি সি মোর্চার রাজ্য সভাপতি সমীর রঞ্জন ঘোষ, ও বি সি মোর্চার রাজ্য প্রভারী যাদব লাল নাথ, বিজেপি’র দক্ষিন জেলার সভপতি তথা সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, ও বি সি মোর্চার দক্ষিন জেলার সভাপতি দুলাল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। এই কার্য্যকারিনী বৈঠকে দলকে আগামী দিনে আরো সমৃদ্বশালী করে গড়ে তোলার লক্ষ্যে আলাপ আলোচনা করা হয়।