বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ অক্টোবর ৷। আসন্ন দূর্গা পূজোকে কেন্দ্র করে মূর্তি তৈরিতে ব্যস্ত শান্তির বাজার মহকুমার মৃৎ শিল্পীরা। করোনা মহামারির জন্য এই বছর একটু বেতিক্রমী ভাবে সংগঠিত হবে দূর্গা পূজো। বাঙ্গালীদের শ্রেষ্ট উৎসব দূর্গোৎসব। এই দূ্র্গোৎসবে জাতি, ধর্ম, বর্ন সকল অংশের লোকজন অংশগ্রহন করে। এই দূর্গোৎসবে সকলে আনন্দে মাতোয়ারা হয়ে উঠে। কিন্তু এই বছর মহামারির ফলে আনন্দে ভাটা পরবে। এরই মধ্যে পূজোকে কেন্দ্র করে শান্তির বাজার মহকুমার মৃৎশিল্পীরা মায়ের মূর্তি তৈরিরে ব্যস্ত। এই বছর মায়ের সব কয়টি মূর্তি তৈরি হচ্ছে ছোট আকারের। মৃৎ শিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য বছরের তুলনায় এই বছর মূর্তির অর্ডার কম পরেছে। অন্যান্য বছর অর্ডারের বাইরেও মূর্তি তৈরি করে থাকতেন মৃৎশিল্পীরা। কিন্তু এইবছর মহামারির ফলে অর্ডার অনুসারে সীমিত পরিমানে মূর্তি তৈরি করছে মৃৎ শিল্পীরা। উনারা এও জানান, অন্যান্য বছর মূর্তি তৈরি করার জন্য বহিঃরাজ্য থেকে মৃৎশিল্পীরা আসতো, কিন্তু এই বছর করোনা ভাইরাসের প্রভাবের ফলে স্থানীয় মৃৎশিল্পীরাই মায়ের মূর্তি তৈরি করছেন। অপরদিকে মৃৎশিল্পীরা জানান, এইবছর উনারা তেমন বেশি লাভের মুখ দেখবেন না। কারন মূর্তির আকার ছোট হবার কারনে আগের বারের তুলনায় মূর্তির দাম অনেকটা কমে গেছে। এতে করে উনারা তেমন লাভ করতে পারবেন না বলে আশা ব্যক্ত করেন।