আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ অক্টোবর ৷। সরকারি ডিউটি করার সময় প্রকাশ্যে রাস্তায় আগরতলা পুর নিগমের দুই টাস্ক ফোর্স কর্মীর মধ্যে মতমত্ত অবস্থায় গালিগালাজ ও মারপিট প্রত্যক্ষ করল এলাকাবাসী। ঘটনা রাজধানীর আমতলী বাইপাসের ৩নং এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, মাস্ক বিরোধী অভিযানে নেমেছিল টাস্ক ফোর্স কর্মীর। সেই সময় নিজেদের মধ্যে বাকবিতন্ডিতায় জড়িয়ে পড়েন। এরপরেই মাটিতে ফেলে টাস্ক ফোর্স আধিকারিক সুকেশ দেববর্মা ও মদমত্ত এক কর্মীর মধ্যে মারপিট শুরু করে দেয় বলে অভিযোগ। পাশাপাশি যে সরকারি গাড়ি নিয়ে ময়দানে নেমেছিল, সেই সরকারি গাড়ির প্রয়োজনীয় সঠিক কাগজপত্রও ছিলনা বলে এলাকাবাসী অভিযোগ। ডিউটি করতে এসে আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স কর্মীদের এহেন কর্মকান্ডে জনমনে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়।
ভিডিও লিঙ্কঃ
https://www.facebook.com/watch/?v=795203564572212