আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর ৷। এবারের পূজোয় থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শহরের ১৬টি স্থানে থাকছে নাকা ড্রপ গেইট। তাছারা থাকছে ওয়াচ টাওয়ার, সিসি টিভি ক্যামেরা সহ সাদা পোশাকে আরক্ষা বাহিনী। এবার পূজো হচ্ছে মোট ৭৭৬টি। তার মধ্যে বিভিন্ন ক্লাবে হচ্ছে ৬০১টি এবং বাড়িঘরে হচ্ছে ১৭৫টি। বুধবার এক সাংবাদিক সম্মেলনে জানালেন এস পি মানিক দাস।