আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর || রাজ্যের গর্ব, ক্রীড়াবিদ, জিমনাস্ট দীপা কর্মকারের বাড়ির পুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং জয়া নীতি দেব। মহা-অষ্টমীতে মায়ের পুজো অর্চনা করেন মুখ্যমন্ত্রী। তিনি মা দুর্গার কাছে কামনা করেন, রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাক। দীপা যেন ভবিষ্যতে আরও উন্নতি করতে পারে তাও মায়ের কাছে প্রার্থনা করেন তিনি।