বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ নভেম্বর ৷। সাঁচীরামবাড়ী টি এফ ডি পি সি অফিস কার্যালয়ে অনিদৃষ্টকালের জন্য কর্মবিরতির মাধ্যমে আন্দোলনে নামলো শ্রমিকরা। জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর সাঁচীরামবাড়ী টি এফ ডি পি সি অফিসে তিনটি কার্যালয়ের শ্রমিকরা একত্রিত হয়ে অনিদৃষ্টকালের জন্য কর্মবিরতির সিদান্ত নিয়ে আন্দোলনে নামেন। শ্রমিকরা মূলত ৫ দফা দাবি নিয়ে আজকের এই আন্দোলন সংগঠিত করেন। আন্দোলনে মাধ্যমে উনারা শ্লোগানের মধ্যদিয়ে উনাদের দাবিগুলি জনসন্মুখে তুলে ধরেন। মঙ্গলবার এই কর্মসূচি ও অনিদৃষ্টকালের জন্য কর্মবিরতির কথা সংবাদমাধ্যমের সামনে জানান শ্রমিকরা।