গোপাল সিং, খোয়াই, ০৭ আগষ্ট || খোয়াইয়ের ধলাবিল চৌমূহনীতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতাদের ওপর আক্রমণ হয়েছে বলে খবর পাওয়া গেছে। অভিযোগের তীর শাসকদলীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা শনিবার রাত সাড়ে আটটা নাগাদ। জানা যায়, ধর্মনগর থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা গাড়ি করে আগরতলা ফিরছিলেন খোয়াই হয়ে। কোন রকমে গাড়িগুলো গতি বাড়িয়ে চলে যেতে পারলেও খোয়াই থানার একটি পুলিশ ভ্যান সেখানে গিয়ে আক্রমণের মুখে পড়ে।ভ্যানটি খবর পেয়ে ধলাবিল চৌমূহনীতে গিয়েছিল। সুব্রত সেন (৪২) নামে দশম বাহিনীর এক টি এস আর জওয়ান চোখে আঘাত পেয়ে এখন জি বি হাসপাতালে চিকিৎসাধীন।