আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর || মঙ্গলবার থেকে শুরু হয় ‘টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা’-এর ক্রীড়া সপ্তাহ “ওর্জা-২.০”। এদিন মহেশখলাস্থিত টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলায় “ওর্জা-২.০” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের তথ্য ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন সহ কলেজের ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের পর স্মারক হিসেবে নানা রঙের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন ক্রীড়া মন্ত্রী। কলেজের চৌকস সদস্যরা সেখানে গার্ড অব অনার প্রদান করেন। এরপর শুরু হয় একে একে মার্চ পাস্ট। মনোজ্ঞ কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন তিনি।