দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৫ মার্চ ।। বুধবার, উত্তর গেটের গন অবস্থান মঞ্চ থেকে বহুজন সমাজবাদী দল ও সংযুক্তি জনতা দলের নেতারা রীতিমতো সাঁড়াশী আক্রমন চালিয়েছেন ক্ষমতাসীন দলের বিরুদ্ধে। প্রচারিত বিজ্ঞপ্তিতে বিরোধীদলের ভূমিকারও সমালোচনা করা হয়েছে। গন অবস্থানের মঞ্চে ভাষনে নেতৃবৃন্দ সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ বলে উদাহরনের ফুলঝুরি ছুটিয়েছেন। সমাজবাদী দল ও সংযুক্তি জনতা দলের প্রচারিত বিজ্ঞপ্তিতে অবিলম্বে ১০ দফা দাবী পূরনে সরকারী পদক্ষেপ গ্রহনের দাবী জানানো হয়েছে। দাবী গুলোর মধ্যে রয়েছে খুন, ধর্ষণ ও নারী নির্যাতন কঠোর হাতে দমন করে বিশেষ আদালতে দ্রুত বিচার সম্পন্ন করে কঠোর শাস্তি দেওয়া, রাজ্য সরকারী কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন স্কেল করা, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৪৫ হাজার শূন্যপদ অবিলম্বে পূরন করা, এডিসির হাতে অধিক ক্ষমতা ও সরাসরি কেন্দ্রীয় অর্থ প্রদান করা, রাজ্যে ব্রডগেইজ রেলের কাজ ত্বরান্নিত করা, জাতীয় সড়ক দ্রুত চারলেনে রুপান্তরিত করা সহ রয়েছে আরো অন্যান্য দাবী।