দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৩০ মার্চ ।। রাজ্যে এই মুহূর্তে পুলিশে কর্মরত রয়েছেন ১০ শতাংশ মহিলা। এই সংখ্যা আগামীতে আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন পুলিশের মহানির্দেশক। সোমবার দক্ষিন জেলার বিলোনিয়ায় পঞ্চম মহিলা থানার শুভ উদ্বোধন করতে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক তার ভাষনে রাজ্যের ক্রমবর্ধমান নারী অপরাধের ঘটনা তুলে ধরে বলেছেন আগামীতে রাজ্য পুলিশে মহিলাদের আরো বেশি করে চাকুরিতে নিয়োগ করা হবে। তিনি বলেছেন অপরাধ দমনে পুলিশের সঙ্গে মানুষের যে সম্পর্ক সেই সম্পর্ককে আরো নীবির করতে হবে। এই প্রসঙ্গে তিনি পুলিশের কাজে মানুষকে সহযোগিতার কথা বলেছেন। রাজ্য পুলিশের এই পঞ্চম মহিলা থানার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক ছাড়াও স্থানীয় বিধায়ক, এস ডি এম সহ অন্যান্য আধিকারিকরা এবং এলাকার মানুষ।