বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৬ সেপ্টেম্বর || শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকা থেকে একটি চুরি হয়ে যাওয়া স্কুটি সহ এক যুবককে আটক করলো এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত নগদা এলাকায় কাজ করতে যান সুভাষ কলোনী এলাকার বাসিন্দা সঞ্জীব দে। কাজ করাতে গিয়ে নগদা এলাকায় রাস্তার পাশে উনার টি আর ০৮ এফ ৫৫৯১ নাম্বারের স্কুটিটি রেখে যান। পরবর্তী সময় তিনি কাজ থেকে ফিরে এসে দেখতে পান উনার স্কুটি নেই। অবশেষে বুধবার রাত্রিবেলায় শান্তিরবাজার মহকুমাশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় এলাকাবাসীরা স্কুটিটি নিয়ে ঘোরাফেরা করতে দেখেন এক যুবককে। এলাকাবাসীরা একত্রিত হয়ে যুবটি সহ স্কুটিটিকে আটক করে। পরবর্তীসময় খবর দেওয়া হয় শান্তিরবাজার থানায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্কুটি সহ চোর সন্দেহে আটক যুবকে থানায় নিয়ে আসে। জানা যায়, যুবকটি কলসীর মুখের কালমা এলাকার বাসিন্দা। যুবকটির নাম উমাংচা মগ (২৬)। পুলিশ যুবকটিকে আটক করে হাতে একটি মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছেন।