আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগস্ট || গত বছরের ন্যায় এবছরও স্বাধীনতা দিবসকে সামনে রেখে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি হাতে নিয়েছে ভারত সরকার। জাতীয় পতাকার সম্মানে ৯ই আগস্ট তথা শুক্রবার রাজ্যের প্রতিটি অফিসেই তিরঙ্গা মিছিলের আয়োজন করা হয়।
এদিন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর অফিস থেকে একটি তিরঙ্গা মিছিল বের করা হয়। এদিন এই মিছিলে অংশগ্রহণ করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার সহ অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।
আগামী ১২ই আগস্ট থেকে তিন দিনব্যাপী প্রতিটি নাগরিক যেন বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলিত করে এবং দেশের প্রতি যে তাদের ভালোবাসা তার প্রকাশ করেন। এই আহবানকে সামনে রেখে এদিন এই মিছিলের আয়োজন। পাশাপাশি ১২ই
আগস্ট অনুরূপ একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডঃ বিশাল কুমার।