জনবসতি পূর্ণ এলাকা থেকে উদ্ধার এক বিরল প্রজাতির প্রাণী

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৮ অক্টোবর || গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ত্রিশকার্ড এলাকার জনবসতি পূর্ণ এলাকা থেকে এক যুবক উদ্ধার করলো এক বিরল প্রজাতির প্রাণী। তারপর তুলে দিলো গন্ডাছড়া মহকুমার বন দপ্তরের কর্মকর্তাদের হাতে। বন অফিসাররা জানান, প্রকৃতির কোলে নীরব জঙ্গলে ছেড়ে দেওয়া হবে এই বিরল প্রজাতির প্রাণীটিকে। এই বিরল প্রজাতির প্রাণীটি এক যুবকের নজরে পড়ার ঘটনাটি ঘটে রবিবার সকাল নাগাদ। গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ত্রিশকার্ড এলাকার ধীরেন্দ্র সরকারের যুবক ছেলে যদু সরকার তার মাসির মারফত খবর পায় মাসির বাড়ীর পাশের ঝোপে একটি অজানা প্রাণী পড়ে আছে। সংবাদ পেয়েই যদু সরকার দৌড়ে মাসির বাড়িতে যান এবং এই বিরল প্রাণীটিকে দেখে কৌশলে প্রাণীটিকে একটি প্লাস্টিক বস্তায় আটক করে। এরমধ্যে গ্রামের বহু মানুষ এই বিরল প্রজাতির প্রাণীটিকে দেখতে ভীড় জমায়। কিছু সময় পর বস্তা বন্দী প্রাণীটি সহ বন্ধুদের সঙ্গে নিয়ে গোমতি ওয়াইল্ড লাইফের গন্ডাছড়া মহকুমার বন অফিসে উপস্থিত হয় যুবক যদু সরকার। বন অফিসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই বিরল প্রজাতির প্রাণীটিকে বন অফিসের সহকারী রেঞ্জ অফিসার ধর্মজয় ত্রিপুরা এবং পেট্রল বন অফিসার নভেন্দু ভট্টাচার্যের হাতে তোলে দেয়। সহকারী রেঞ্জ অফিসার ধৰ্মজয় ত্রিপুরা জানান, এই প্রাণীটি গ্রামীণ ভাষায় বাগদাস হিসাবে পরিচিত। আসলে প্রাণীটি এল ডব্লু সিপিড হিসাবে পরিচিত। প্রাণীটি মৎস্য এবং মাংস জাতীয় খাবার খেয়ে থাকে। সহকারী রেঞ্জ অফিসার ধৰ্মজয় ত্রিপুরা আরো জানান যে, এই প্রাণীটিকে প্রকৃতির কোলে ঘন এবং গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বন এবং বন্য প্রাণীকে রক্ষা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান সহকারী রেঞ্জ অফিসার ধর্মজয় ত্রিপুরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*