সাগর দেব, তেলিয়ামুড়া, ০৮ অক্টোবর || সিপিআই(এম) তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ার অম্পী চৌমুহনীতে। বেহাল অবস্থায় তেলিয়ামুড়ার রাস্তাঘাট। বিশেষ করে তেলিয়ামুড়ার প্রাণ কেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমুহনী থেকে হাসপাতালে যাওয়ার রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়ে আছে। এমত অবস্থায় যানচালক থেকে শুরু করে হাসপাতালে প্রসূতি মায়েদের নিয়ে যেতে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বিগত প্রায় এক মাস আগে তেলিয়ামুড়া মহকুমার রাস্তাঘাট নষ্ট হয়ে পড়ে থাকা বৈদ্যুতিন ট্রাফিক সিগন্যাল, পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন সমস্যাকে একত্রিত করে বিরোধী সিপিআই(এম) দলের তরফ থেকে পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছিল। তবে এই ডেপুটেশন প্রদানের প্রায় একমাস অতিক্রম হতে চললেও প্রশাসনিক ভাবে দাবি পূরণের কোন উদ্যোগে গ্রহণ করা হয়নি। এদিকে পূজার আর মাত্র কয়েক দিন বাকি। এই পরিপ্রেক্ষিতে সোমবার সিপিআই(এম) তেলিয়ামুড়া মহকুমা কমিটি তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনীতে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এই বিক্ষোভ কর্মসূচিতে সিপিআই(এম) মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, মহকুমা কমিটির অন্যতম নেতৃত্ব সুবীর সেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে সুবীর সেন দাবি করেন, এক মাসের বেশি সময় অতিক্রম হলেও আজ পর্যন্ত প্রশাসনিকভাবে দাবী পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিশেষ করে অম্পি চৌমুহনী থেকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা, অম্পি চৌমুহনীর ট্রাফিক দুর্বলতা সহ বিভিন্ন এলাকার পানীয় জলের সমস্যা গুলো নিয়ে সরব হতে দেখা যায় সুবীর সেনকে। পাশাপাশি শ্রী সেন দাবি করেন আগামী দিনেও সাধারণ মানুষের পক্ষে সিপিআই(এম) দলের এই লড়াই এবং আন্দোলন অব্যাহত থাকবে।