বাইক ও ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ মে || বীরচন্দ্র মনু এলাকায় বাইক ও ট্রাকের সংঘর্ষে আহত দুই যুবক। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার মনপাথর সাপ্তাহিক বাজার সেরে ঘরে ফেরার পথে বীরচন্দ্র মনু এলাকায় বিলোনিয়া থেকে শান্তিরবাজার যাতায়তের রাস্তার মুখে টি আর ০৮ জি ৫১৯৯ নম্বরের বাইক ও এস এস ১১ ডিসি ৬৪৮৫ নম্বরের মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটে। এতে বাইকে থাকা দুই যুবক জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে গুরুতর আহত হয়।
জানা যায়, বাইকটি দ্রুতগতিতে থাকার ফলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা পতিছড়ী মুড়াসিং পাড়ার বাসিন্দা ফাল্গুন মুড়াসিং ও বিশ্বজিৎ মুড়াসিং। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা প্রদানে সাহায্যের হাত বারিয়ে দেন শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা।
বীরচন্দ্র মনু থেকে বিলোনীয়া যাতায়তের রাস্তার মুখে সঠিকভিবে ট্রাফিক ব্যবস্থা না থাকার ফলে প্রতিনিয়ত এইভাবে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। দুর্ঘটনার পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত হয় মনপাথর ফাঁড়ী থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্তে নেমেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*